অরবিট অ্যান্ড লিজেন্ড কোচিং

শ্রেনিঃ নবম

বিষয়ঃ বিজ্ঞান

সময়ঃ ৩০মিনিট                                                            পূর্ণমানঃ ২০

বহুনির্বাচনী প্রশ্নঃ

১। মোহেরা কি?

রেশম            রেয়ন            পশম             নাইলন

 ২। কোনটি নন –সেলুলজিক কৃত্রিম তন্তু?

নাইলন          রেয়ন   এসিটেট রেয়ন ভিসকোস রেয়ন

৩। নিচের কোনটি পরিবেশ বান্ধব?

পলিথিন ব্যাগ পাটের বস্তা প্লাস্টিক পাইপ নাইলনের দড়ি

৪। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ ও তাপ _

কুপরিবাহী সুপরিবাহী অর্ধ পরিবাহী            সব কয়টি

৫। নিচের কোনটি পলিমার যৌগ?

i.চিনি           ii. পিভিসি          iii. স্টার্চ

নিচের কোনটি সঠিক?

i ও ii               ii ও iii             i ও iii              i, ii ও iii

৬। নিচের কোনটি মনোমার ?

ইথিলিন         পিভিসি          পলিথিন         বাকেলাইট

৭। রেশমের ক্ষেত্রে_

i.হালকা   ii. অধিকতর উষ্ণ  iii. খুবই কম পরিসরে রাখা যায়

নিচের কোনটি সঠিক?

i                   i ও ii            i ও iii            i, ii ও iii

৮। তাপ দিলে রাবারের আয়তন _

বেড়ে যায়      খুব বেড়ে যায় ঠিক থাকে কমে যায়

৯। কোনটি প্রাকৃতিক পলিমার?

মেলামাইন      বাকেলাইট     সিল্ক             রেজিন

১০। স্পিনারেট কোন কাজে ব্যবহার করা হয়?

কৃত্রিম সুতা তৈরিতে                কোকুন থেকে সুতা কাটতে

স্লাইভারকে মোচর দিতে            বাকেলাইট তৈরিতে

সৃজনশীল প্রশ্নঃ

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

i.                n(H2C=CH2) (-CH2-CH2-)n

ii.               ফেনল + ফরমালডিহাইড বাকেলাইট

ক) প্লাস্টিক শব্দের অর্থ কি?

খ) শীত নিবারণে পশমি কাপড় ব্যবহার করা হয় কেন?

গ) (i) নং প্রক্রিয়াটি দ্রুত ও জনপ্রিয় করার কৌশল ব্যাখ্যা কর।

ঘ) উদ্দিপকের (i) ও (ii) নং প্রক্রিয়াটি কি একই ধরনের? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরপত্রঃ

বহুনির্বাচনী প্রশ্নঃ

১০

 

সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

ক। প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজে ছাঁচযোগ্য।

 

খ। পশম তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। বাতাস তাপ পরিবহন করে খুব কম পরিমাণে তাই পশম তাপ কুপরিবাহী। এ কারণে পশম পরিধান করলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না এবং গরম অনুভূত হয়। তাই শীতকালে পশমের তৈরি বস্ত্র ব্যবহার করা আরামদায়ক।

 

গ। উদ্দীপকে উল্লেখিত (i) নং প্রক্রিয়াটি হলো পলিথিন তৈরির পলিমারকরণ প্রক্রিয়া।

 

বিক্রিয়াটি হলো-n(HC = CH2)(-CH2-CH2-) ইথিলিন মনোমার পলিথিন পলিমার ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০০০ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় তবে এক্ষেত্রে পলিমারকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন (O) গ্যাস ব্যবহার করা হয়। তবে উচ্চ চাপ পদ্ধতি সহজসাধ্য না হওয়ায় ইদানীং এটা তেমন জনপ্রিয় নয়। ইথিলিন মনোমার থেকে পলিথিন তৈরির এ প্রক্রিয়াটিকে জনপ্রিয় করার জন্য ইদানীং টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড (TiCl) নামক প্রভাবক ব্যবহার করা হচ্ছে। কারণ এর ফলে বায়ুমন্ডলীয় চাপেই পলিথিন তৈরি করা যায়।

 

ঘ। মনোমার হতে পলিমার তৈরি হয় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এ প্রক্রিয়া পলিমারকরণ প্রক্রিয়া নামে পরিচিত। যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি হয় তাকেই বলে পলিমারকরণ প্রক্রিয়া। উৎপন্ন পদার্থটিতে অবশ্যই দুটির বেশি মনোমার থাকবে। উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটিতে ইথিলিন (CH) এর মনোমার সংযুক্ত করে পলিথিন তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় উৎপন্ন পলিমার পলিথিনে দুই-এর অধিক মনোমার বিদ্যমান তাই উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি পলিমারকরণ প্রক্রিয়া। আবার উদ্দীপকের (ii) নং প্রক্রিয়াটিতে ফেনল ও ফরমালডিহাইড এ দুটি মনোমার হতে বাকেল্লাইট নামক পলিমার প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রেও উৎপন্ন পদার্থে দুই এর অধিক উৎপাদক মনোমারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। অর্থাৎ (ii) নং প্রক্রিয়াটিও পলিমারকরণ প্রক্রিয়া। আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে উদ্দীপকের (i) ও (ii) প্রক্রিয়াগুলো একই ধরনের।